ঢাকার খিলক্ষেত ফ্লাইওভার সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে এ মেলা।
ওই দিন সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি প্রধান অতিথি হিসেবে ট্যুরিজম মেলার উদ্বোধন করবেন। সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বিশেষ অতিথি থাকবেন।
আজ সকালে জাতীয় প্রেসক্লাবে ৫ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান কবির এবং মেলার প্রধান আয়োজক ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল।
বক্তারা জানান, বাংলাদেশ পর্যটন বর্ষ ২০১৬ উৎসবকে সামনে রেখে ও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিগত বছরের ধারাবাহিকতায় এবারও পর্যটন বিচিত্রার আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) সার্বিক সহযোগিতায় ৩ দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মহিউদ্দিন হেলাল বলেন, বাংলাদেশসহ অন্যান্য দেশের আকর্ষণীয় ও দর্শনীয় স্থানসমূহের বিভিন্ন পর্যটন সেবার সমন্বয় ঘটবে এবারের মেলায়। থাকবে আসন্ন পর্যটন মৌসুমের বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল বা প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
তিনি বলেন, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিমপার্ক ও বিনোদনের আরো অনেক প্রতিষ্ঠান।
হেলাল বলেন, এছাড়া মেলায় আরো থাকবে বৈচিত্র্যময় আয়োজন। যেমন- কমিউনিটি বেইজ ট্যুরিজম প্রদর্শনী, পর্যটন বিষয়ক সেমিনার, শিশুদের জন্য ‘বিউটিফুল বাংলাদেশ’ শিরোনামে আর্ট কম্পিটিশন, যুব পর্যটনকে উৎসাহিত করতে ইয়ুথ এন্ড এ্যাডভেন্সার ট্যুরিজম বিষয়ক আলোচনা ইত্যাদি।
তিনি বলেন, টেকসই পর্যটন উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি ট্যুরিজম বিষয়ে আলোচনার পাশাপাশি থাকবে বিজনেস টু বিজনেস মিটিং। এছাড়া মেলার মাধ্যমে পর্যটন শিল্পের একটি পুর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের মাঝে তুলে ধরার প্রচেষ্টা তাদের থাকবে।
খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: আগামী ২৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ৫ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার।