Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: সরকারের মিশন ও ভিশন অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করে চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক মো. সামশুল আরেফিন সাংবাদিকরা সমাজের দর্পন উল্লেখ করে বলেন, সাংবাদিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। সবাই মিলে চট্টগ্রামকে একটি উন্নত জেলা হিসেবে গড়ে তুলবো।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন অতীতের ভালকাজ গুলোর ধারাবাহিকতা অব্যাহত রাখার চেস্টা করবো। জনগনের প্রত্যাশা অনুযায়ী জেলা প্রশাসনকে ঢেলে সাজানো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণসহ সবকিছু নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তবে বর্তমানে প্রায় ১৯জন ম্যাজিস্ট্রেট প্রশিক্ষণে আছেন। নতুন ম্যাজিস্ট্রেট পদায়ন করার ব্যবস্থা করা হবে।

তিনি তার মেয়াদকালে চট্টগ্রামকে উন্নতির শিখরে দেখতে চান বলে মন্তব্য করেন এবং কর্ণফুলী নদীকে জাতীয় নদী ঘোষণায় কার্যকর উদ্যোগ নেবেন বলে জানান। পাশাপাশি বিচ ম্যানেজমেন্ট কমিটিগুলোকে সক্রিয় করার আশ্বাস দেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ অন্যন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।