খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: দেশে গনতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার পদে পদে লংঘিত,রাস্ট্রযন্ত্র,আওয়ামী লীগ আর নির্বাচন কমিশন একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। সোমবার দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা বলেন।এসময় মহানগরীর ৪১টি ওয়ার্ড কমিটির মধ্যে ৩৯টি কমিটি ভেঙে দিয়ে নতুন করে সম্মেলনের সিদ্ধান্তের কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনেগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, আগামী একমাসের মধ্যে মহানগর বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
তিনি আরো বলেন, এক নেতার একপদ এ নীতিতেই চট্টগ্রাম মহানগর এবং নগরের ৪১ টি ওয়ার্ড কমিটি গঠন করা হবে। তিনি আজ সোমবার থেকে নগরীর ৪১ টি ওয়ার্ডের পূর্বের সকল কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনা করেন।
তিনি স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য জাতির জনক বঙ্গবন্ধুসহ সকলের প্রতি সম্মান জানিয়ে বলেন, রাস্ট্রের উচিত সকলকে সমান সম্মান দেয়া। কারো স্বাধীনতা পদক কেড়ে নিলেও বীরোত্তম পদক তো কেড়ে নেয়া যাবেনা। তিনি বলেন, জঙ্গিবাদ নির্মুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হবে।
এসময় মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাসেম বক্কর, মোশারফ হোসেন দিপ্তী, ইয়াচিন চৌধুরী লিটন, বিএনপি নেতা সামশুল আলম, আনদুল আজিজ,সাইফুল আলম,আশ্রাফ চৌধুরী, হারুন জামান,কামরুল ইসলাম, কাজী বেলাল, জিএম আইয়ুব, শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাগেছে, ৪১ ওয়ার্ডের মধ্যে তিন বছর মেয়াদ পূরণ না হওয়া কাট্টলী ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড কমিটি বহাল থাকবে। বাকি ৩৯টি ওয়ার্ড কমিটি ভেঙে আহবায়ক কমিটি গঠন করা হবে। তাঁরা ওয়ার্ড কমিটি গঠনের জন্য সম্মেলনের প্রস্তুতি নেবেন। বড় ওয়ার্ডে ৫১ এবং ছোট ওয়ার্ডে ৩১ জনের আহ্বায়ক কমিটি করা হবে। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে এসব আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বার্তা সংস্থা এনবিএসকে বলেন, একসঙ্গে ৩৯টি ওয়ার্ড ভেঙে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নিয়েছেন তাঁরা। প্রতি ওয়ার্ডের আহ্বায়ক কমিটিকে তিন মাস সময় দেওয়া হবে। প্রথম এক মাস তাঁরা সদস্য সংগ্রহ অভিযান চালাবেন। দ্বিতীয় মাসের প্রথম ১৫ দিনের মধ্যে কারা নির্বাচন করতে আগ্রহী, সেটা তাঁরা জানবেন। দ্বিতীয় মাসের শেষ ১৫ দিনের মধ্যে আগ্রহী প্রার্থীরা প্রচারণা চালাবেন। আর তৃতীয় মাস থেকে ওয়ার্ডে ওয়ার্ডে সম্মেলন ও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে।
গত ৬ আগস্ট চট্টগ্রাম নগর বিএনপির তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি করা হয়েছে শাহাদাত হোসেনকে। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর বিদায়ী কমিটির সহসভাপতি আবু সুফিয়ানকে জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে নগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেমকে (বক্কর)।