খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ্‘র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত শোক বার্তায় নেতৃদ্বয় মরহুম হান্নান শাহ্ রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেছেন, বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির সাহসী এই সন্তান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় যে অবদান রেখেছেন জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ১/১১ প্রেক্ষাপটে জাতীয়তাবাদী শক্তি ও রাজনীতিবিদদের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ্‘র সাহসী ভূমিকা সমগ্র জাতিকে এখনও অনুপ্রানীত করে এবং আগামী দিনও করবে।
ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ্র’ মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, যুগ্ম আহ্বায়ক মোঃ আনছার রহমান শিকদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু।
নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।