খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: জামালপুরের সরিষাবাড়ীতে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারন প্রকল্পের (২য় পর্যায়) প্রদর্শনী খামারে মৎস্য উপকরন বিতরন করা হয়েছে।
উপকরন বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শায়লা শারমিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হামিদুল হক।
আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইফুল ইসলাম এবং পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আব্দুল মান্নান ও চকপাড়া গ্রামের আকতারুজ্জামানকে নার্সারি, পাঙ্গাস ও কার্প জাতীয় মাছের প্রদর্শনী খামারে মৎস্য উপকরন হিসেবে মাছের পোনা, খাদ্য, খৈল, সার ও চুন প্রদান করা হয়।