খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই লক্ষ্য নিয়ে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শস্য ১০ টাকা দরে পরিবার প্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলগের সাধারন সম্পাদক মোঃ বাবুল আখতার, বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুর বটতলা বাজারে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই লক্ষ্য নিয়ে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শস্য ১০ টাকা দরে পরিবার প্রতি ৩০ কেজি করে চাউল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলগের সাধারন সম্পাদক মোঃ বাবুল আখতার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারনায় ১০ টাকা কেজী দরে চাউল খাওয়ানোর কথা বলেছেন। আজ সেই অঙ্গীকার তিনি পূর্ণ করলেন। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। তিনি বলেন, ক্ষুদা ও দারিদ্রমুক্ত করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকার কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে। আগে বিদেশীরা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতেন।কিন্তু এখন তারা বাংলাদেশ সম্পর্কে নানা প্রশংসা করছেন।
এরপর সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম শেখপুরা ইউনিয়নের কিষান বাজারে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই লক্ষ্য নিয়ে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শস্য ১০ টাকা দরে পরিবার প্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীগের সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ কলিম উদ্দিন প্রমুখ।