খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: এবারের পর্যটন দিবসের ‘সবার জন্য পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছ। পর্যটন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট- ৪ আসন এর সংসদসদস্য ডাঃ মোজ্জাম্মেল হোসেন বলেন,সবার জন্য পর্যটন উন্মুক্ত করতে হবে একইসঙ্গে পর্যটন নীতিমালা সবার কথা চিস্তা করে করার আহবান জানান । মঙ্গলবার সকালে বাগেরহাট সাংস্কৃতিকফাউন্ডেশন থেকে বর্ণাঢ্য রোড শো বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ষাটগুম্বজ মসজিদে শেষ হয়। সেখানে জেলাপ্রশাসক তপন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে । অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদেও মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট- ২ আসনের সংসদসদস্য এ্যাড.মীর শাওকাত আলী বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মামুন উলহাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোঃমামুন উল রশিদ,অধ্যাপক মোজাফ্ফর হোসেন,অধ্যাপক বুলবুল কবির প্রমুখ। আলোচনা শেষে ঘোড়া দিঘিতে এক নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।