খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: জেল থেকে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসা করার সময় ১০ পিচ ইয়াবাসহ ফাইজুর রহমান বাবু নামের এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ঝিনাইদহের কালীগঞ্জে বারবাজার এলাকার গোড়ার মসজিদ রোড থেকে তাকে গ্রেফতার করেন বারবাজার ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম। সে মিঠাপুকুর গ্রামের জসিউর রহমান ফিল্ডম্যানের ছেলে।
থানা পুলিশ জানায়, ফাইজুর রহমান বাবু বারবাজারের চিহিৃত মাদক সম্রাট। দীর্ঘদিন ধরে সে বারবাজারের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। তার নামে থানায় একাধিক মাদকের মামলা ও ওয়ারেন্ট রয়েছে। স¤প্রতি সে জেল থেকে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় শুরু করে। পুলিশ খবর পেয়ে সোমবার রাতে ১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী ফাইজুর রহমান বাবু কে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।