Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: নতুন করে তিনটি গ্রাহক ব্যাংক আক্রান্ত হয়েছে জানিয়ে বিশ্বজুড়ে ব্যাংকগুলোতে হ্যাকিংয়ের ঘটনা বাড়ার শঙ্কা প্রকাশ করেছে ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক মেসেজিং নেটওয়ার্ক সুইফট।

বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরিসহ বিভিন্ন দেশে আরও কয়েকটি ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনার পর দিনে ট্রিলিয়ন ডলারের পরিশোধের আদেশ পাওয়া এই নেটওয়ার্কের ওপর আস্থা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে।
সোমবার জেনেভায় এক সম্মেলনে সুইফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোটফ্রিড লেব্র্যান্ডট সতর্ক করে দেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
সিবোস কনফারেন্সে লেব্র্যান্ডট বলেন, এই গ্রীষ্মে দুটি ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙেছে হ্যাকাররা এবং আরও একটি ব্যাংকে আক্রমণ চালানো হলেও ভুয়া সুইফট বার্তা পাঠানোর আগেই তা ঠেকিয়ে দেওয়া হয়।
অন্তত দুটি ক্ষেত্রে হ্যাকাররা সুইফটের মেসেজিং সিস্টেম ব্যবহার করে বার্তা পাঠিয়েছিল, যেগুলো সম্পাদন করা হয়নি। প্রথম ক্ষেত্রে ব্যাংকটি টাকা ছাড় করার যে বার্তা পেয়েছিল, তার সঙ্গে গতানুগতিক বার্তার মিল না পেয়ে খতিয়ে দেখে হ্যাকিং টের পায়।
আরেকটি ক্ষেত্রে টাকা ছাড়কারী ব্যাংক প্রাপকের বিষয়ে সন্দিহান হয়ে নির্দেশদাতা ব্যাংককে জানালে হ্যাকিংয়ের বিষটি নিশ্চিত হওয়া যায়।
জালিয়াতরা সুইফটের মেসেজিং সিস্টেম ব্যবহার করে তৃতীয় যে ব্যাংকে বার্তা পাঠিয়েছিল সেখানে সুইফট সফটওয়্যারের আধুনিক একটি ‘প্যাচ’ বসানো ছিল, হ্যাকারদের ভুয়া বার্তা সম্পর্কে সতর্ক করে দেয়।
সুইফটের সিইও বলেন, “এসব হ্যাকিংয়ের ঘটনায় কোনো অর্থ খোয়া যায়নি।” তবে আক্রমণের শিকার এসব ব্যাংকের নাম বলেননি তিনি।
অর্থ চুরির ঘটনা না ঘটলেও এধরনের সাইবার আক্রমণের বিষয়ে সুইফট ব্যাংকগুলোকে বিশেষ হুঁশিয়ার হতে বলেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।
বেলজিয়ামভিত্তিক সমবায় প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের বিষয়ে বরাবর দায় এড়িয়ে বলে আসছে, গ্রাহকের নিরাপত্তা ব্যবস্থা রক্ষার দায়িত্ব তাদের নয়। তাদের নেটওয়ার্কে কোনো ত্রুটি নেই।
তবে অগাস্টের শেষদিকে সুইফটের সফটওয়্যার ব্যবহারকারী ব্যাংকগুলোকে হ্যাকিংয়ের শঙ্কার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল।
রয়টার্স বলছে, সাইবার হামলা ঠেকাতে সুইফট গ্রাহক ব্যাংকগুলোর জন্য ‘বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা’ চালুর ঘোষণা দিয়েছে।
এ ব্যবস্থায় সফটওয়্যার ব্যবহারকারীদের প্রতি বছর অন্তত ১৬টি ক্ষেত্রে তাদের লেনদেনের তথ্য সুইফটকে জানাতে হবে।
সাইবার হামলাকে ব্যাংকিং সিস্টেমের জন্য ‘হুমকি’ অভিহিত করে সুইফটের চেয়ারম্যান ইয়াওয়ার শাহ বলেন, এ ধরনের হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে নিরাপত্তা আরও জোরদার করতে হবে।
শাহ সিবোস কনফারেন্সে তিনি বলেন, “নতুন এ হুমকি পুরো ব্যবস্থাকেই আমূল বদলে দিতে পারে।