খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে নির্যাতনে অভিযোগে ইউপি সদস্যকে জেলে হাজতে পাঠানো হয়েছে বলে জানা যায়। সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলীর বিরুদ্ধে এক গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। আহত গৃহবধু নেহার বেগম (২৫) ওই ইউনিয়নের রামপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী এবং পূর্বপারপুগী গ্রামের প্রয়াত বসির মোহাম্মদের মেয়ে। আটককৃত আশরাফ আলী (৪৫) জামালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। জানা যায়, চলতি মাসে ইউপি সদস্য আশরাফ আলীর ভাতিজা নুর ইসলামের সাথে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়েটি তাঁর স্বামীর পরিবারের লোকজন মেনে নেয়নি। সোমবার সকালে তাঁর স্বামী কাজে চলে যায়। এ সুযোগে সকাল সাড়ে ১১টার দিকে স্বামীর বাড়িতে ঢুকে ইউপি সদস্য আশরাফ আলী, তাঁর ছেলে জুয়েল ও স্বামীর বড় ভাই আব্দুস সোবহান তাকে বেধরক মারপিট করে। এরপর গৃহবধু অজ্ঞান হয়ে পড়লে তাকে জামালপুর ইউনিয়ন পরিষদে আনা হয় এবং সেখানে সারাদিন আটকে রেখে রাত ৮টা পর্যন্ত মারপিট করে। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জামালপুর ইউনিয়ন পরিষদে থেকে আহত অবস্থায় গৃহবধু নেহার বেগমকে উদ্ধার করে। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মহিলা সার্জারী বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সার্জারী বিভাগের ভারপ্রাপ্ত সার্জারী ডাক্তার শুভেন্দু কুমার দেবনাথ এর। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান আমাদের প্রতিনিধিকে বলেন, অভিযুক্ত আশরাফ আলী ইউপি সদস্যকে গত কাল রাত ৯টায় আটক করা হয়েছে। আজ তাকে মামলা দিয়ে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।