Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪,বুধবার,২৮ সেপ্টেম্বর, ২০১৬:   চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার বাস্তুহারা কলোনিতে অভিযান চালিয়ে একটি একে-২২ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধারের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত আইস ফ্যাক্টরি রোড এলাকার বাস্তুহারা কলোনিতে র‍্যাব-৭ এই অভিযান চালায়।

র‍্যাবের অভিযানে একটি একে-২২ রাইফেল, একটি রাইফেল, একে-২২ রাইফেলের দুটি ম্যাগাজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কিছু মাদকও উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযানের আগে স্থানীয় লোকজন ওই কলোনিতে মাদক ব্যবসার অভিযোগ এনে এলাকায় বিক্ষোভ করেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বলেন, চার ঘণ্টা ধরে অভিযানটি চলে। অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।