খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: গতকাল নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে স্থানীয় দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি ও প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সরকারি সেবা প্রদানের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশের অনেক সরকারি কর্মকর্তা জনগণকে সেবা প্রদান না করে হয়রানি করে থাকেন। বর্তমান কমিশন এই ধৃষ্টতা বরদাস্ত করবে না। এ জাতীয় ঘটনা কমিশনের নজরে এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা/কর্মচারীগণ জনগণের করের টাকায় বেতন নিয়েও নিজেদেরকে রাজা মনে করে থাকেন। তাদের এই মানসিকতা অবশ্যই পরিবর্তন করতে হবে। কারণ জনগণের সেবা করাই তাদের সাংবিধানিক দায়িত্ব।
প্রায় এক হাজার লোকের উপস্থিতিতে ৩৪জন ব্যক্তি স্থানীয় ভূমি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, ত্রাণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সেবা প্রদানের বিষয়ে অভিযোগ ও মতামত উপস্থাপন করেন। কমিশনারদ্বয় বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিকল্পে নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদের সভাপতিত্বে এবং নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সঞ্চালনায় গণশুনানিতে অন্যদের মধ্যে সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনাম চৌধুরী এবং দুদকের পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।