Wed. Oct 22nd, 2025
Advertisements
unnamed-49
 খোলা বাজার২৪,বুধবার,২৮ সেপ্টেম্বর, ২০১৬:   বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে সিঙ্গাপুর ছেরাঙ্গা অ্যাঙ্গলিয়া মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর বিএনপি’র সভাপতি আব্দুল কাদেরের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়া বিএনপি’র স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানাজায় উপস্থিত ছিলেন।এছাড়া সিঙ্গাপুর বিএনপি’র সভাপতি আব্দুল কাদের, হান্নান শাহ’র ছোটছেলে রিয়াদুল হান্নানসহ সিঙ্গাপুরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ ফ্লাইটে হান্নান শাহ’র মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন নজরুল ইসলাম খান ও রিয়াদুল করিম। বিকেল ৬টা ৩০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে হান্নান শাহ’র মরদেহ।

টিকেট না পাওয়া হান্নান শাহ মেয়ে শারমিন হান্নান ও রিয়াদুল হান্নানের স্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। রাত ৯টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।