Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬:  বাংলা সাহিত্যে কিংবদন্তী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

আজ বুধবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত শোক বার্তায় নেতৃদ্বয় মরহুম সৈয়দ শামসুল হকের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেছেন, বাংলা সাহিত্যে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

নেতৃদ্বয় বলেছেন, সৈয়দ শামসুল হক লিখেছেন অর্ধশতাব্দীর বেশি সময় ধরে। মহাভারতের শ্বেতবাহক অর্জুন দুই হাত দিয়ে সমানে জ্যা আকর্ষণ করতে পারতেন। একইভাবে সাহিত্যের সব শাখায় সৈয়দ হক বিচরণ করেছেন। লেখায় নৈপুণ্য, রচনার প্রাচুর্য, অনুবাদ—এক কথায় সৃষ্টিকর্মের সব শাখাতেই অনায়াস পদচারণ তাঁকে সব্যসাচী লেখকের অভিধা এনে দেয়। কাব্যনাট্য ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘নূরলদীনের সারা জীবন’; কাব্যগ্রন্থ ‘পরানের গহীন ভিতর’, ‘বৃষ্টি ও বিদ্রোহীগণ’, ‘বৈশাখে রচিত পংক্তিমালা’সহ অসংখ্য সৃষ্টির রূপকারের এই চলে যাওয়া আমাদের বেদনার্ত করছে। জীবনের কাছে কোনো অপ্রাপ্তি না থাকলেও আরো কিছুদিন কবি বেঁচে থাকতে চেয়েছিলেন, হয়তো নতুন নতুন কাজের স্বপ্নও ছিল। অকাল নয়, বলা যায় পরিণত; এর পরও সৈয়দ হকের এই চলে যাওয়া আমাদের মুহ্যমান করে, বেদনাবিধুর করে।

সৈয়দ শামসুল হকের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, যুগ্ম আহ্বায়ক মোঃ আনছার রহমান শিকদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু।

ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ আহ্বায়ক মতিয়ারা চৌধুরী মিনু ও সদস্য সচিব সোলায়মান সোহেল। নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।