Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: লক্ষ্মীপুরে লোকমান হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা ১২টার দিকে অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় ঘোষণা করেন। এসময় ১৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এপিপি আবুল কালাম জানান, ২০০৯ সালের ২১ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সবুজ গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সন্ত্রাসীরা লোকমান হোসেনকে ব্যাপক মারধর করে আহত করে। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ১৬ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়।