Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
images
খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: অস্কারের ৮৯তম আসরে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। ছবিটি বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের হয়ে অন্য দেশের চলচ্চিত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। সোমবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ফেডারেশন ফিল্ম সোসাইটিজের আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি অস্কার মনোনয়নের নীতি মেনে নির্মাণ করা হয়েছে। ছবিতে অভিবাসী সংকট ও মানব পাচারের গল্প তুলে ধরা হয়েছে। সবকিছু বিবেচনা করে ছবিটি অস্কারের জন্য মনোনীত করা হয়েছে। অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের ৯ সদস্যের জুরি বোর্ড এ সিদ্ধান্ত নেয়। এ বিভাগের জন্য বাংলাদেশ থেকে বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে চারটি চলচ্চিত্র। এগুলো হলো_ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘অজ্ঞাতনামা’, মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’, সুমন ধরের ‘দর্পণে বিসর্জন’ এবং রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’।