খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: আর্ন্তজাতিক তথ্য অধিকার জানার দিবস” এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকাল ১০ টায় শহরের জুবিলি উচ্চ বিদ্যালয়ে মাঠ হতে বর্ণাঢ্যএকটি র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে আবার জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, সচেতন নাগরিক কমিটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নুরু রব চৌধুরী, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট্য শিক্ষাবিদ পরিমল কান্তি দে প্রমুখ।
পরে “আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস” উপলক্ষে সুনামগঞ্জ জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করা হয়।