Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: ঝিনাইদহের এবার রোপা আমন রোপনের লক্ষ্য মাত্রার চেয়ে বেশি উৎপাদিত হয়েছে। এর কারণ হিসেবে বিগত বছরে ধানের দাম বৃদ্ধির পর চাষীরা নতুন করে ধান চাষে ঝুঁকছে বলে ধারণা করা হচ্ছে।
ঝিনাইদহ জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় ৯৬ হাজার ৯০১ হেক্টর জমিতে রোপা আমন ধান রোপনের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে রোপন হয়েছে ৯৮ হাজার ৬৫০ হেক্টর জমিতে।গত কয়েক বছর ধানের দাম কম থাকার কারনে কুষকরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছিল।কিন্তু গত বছর ধানের দাম বেশি থাকার কারনে এ বছর কৃষকরা ধান রোপন করেছে লক্ষ মাত্রার চেয়ে অনেক বেশি। ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় শৈলকুপা, হরিণাকুন্ড, মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও ঝিনাইদহে প্রায় অতিরিক্ত আড়াই হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ধান রোপন বেশি হয়েছে।
ঝিনাইদহ উপজেলার রামনগর গ্রামের কৃষক মহিদুল ইসলাম জানান, ধানের দাম কয়েক বছর ধরে পড়ে যাওয়ায় লোকসান হচ্ছিল। নতুন বোরো ধান উঠার পর মোটা ধানের দাম প্রতি মণ সাড়ে ৫০০ টাকা, মাঝারি সরু ধান বিআর-২৮ সাড়ে ৬৫০ থেকে ৭০০ টাকা এবং চিকন ধান সাড়ে ৯০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছিল। এখন দাম বেড়ে মোটা ধানই সাড়ে ৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। চিকন ধানের দাম বেড়ে প্রতি মণ এক হাজার টাকা পর্যন্ত হয়েছে। যেমন বাসমতি ধান বিক্রি করেছে অনেকেই ১২ থেকে ১৩ শ টাকা পর্য›ত।
আরেক কৃষক জানান, দাম এ রকম থাকলে ধান চাষে আবার লাভ হবে। এজন্য ধান চাষ বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ধানের অবস্থা ভালো। পোকা-মাকড়ের আক্রমণের খবর খুব একটা পাওয়া যায়নি। এ বছর বৃষ্টিপাত বেশি হওয়ায় ধানের সেচের খরচ তুলনা মূলক কম হবে। ফলে ঝিনাইদহ জেলার ৬ উপজেলার কৃষকরা এবার ধান চাষে অধিক লাভবান হবে বলে আশা করছেন।