খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট গ্রামে বিদ্যুতস্পৃষ্টে মোহন মিয়া (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুতের পাশর্^সংযোগে জড়িয়ে তার মৃত্যু হয়।
নিহত মোহন মিয়া ভরাট গ্রামের নিয়াত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়াত আলী বাড়ি থেকে গালমা ভর্তি সার মাথায় নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির সামনে বৈদ্যুতিক পাশর্^ সংযোগে মাথার বোঝা লেগে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা।