খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: ‘তথ্য ও প্রযুক্তি ব্যবহারের প্রসারতা আনবে দেশের সফলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কারিতাস ঢাকা অঞ্চলের আয়োজনে ২ দিন ব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপজেলা অডিটরিয়ামে। উদ্বোধন শেষে ১৬ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।
কারিতাস ঢাকা অঞ্চলের ম্যানেজার যোয়াকিম গোমেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। কারিতাস সিরাজদিখানের মাঠ কর্মকর্তা উত্তম ফিলিক ক্রুসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. আবুল কাশেম, বিকেবি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল হক, উপজেলা প্রকৌশলী আমিনুর রহমান প্রমুখ।