খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামে গত রোববার ভোররাতে সিগারেট না পেয়ে নেশাখোর ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হওয়ার ঘটনার তিন দিন পড় মামলার আসামি নিহতের ছেলে উমর আলী (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, উমর আলী নিহত মুন্তাজ মন্ডলের একমাত্র ছেলে। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন নেশাদ্রব্য সেবন করে আসছিল। বিভিন্ন সময় সে নেশার টাকার জন্য পরিবারের লোকদের কে মারধর করতো। নিহতের স্ত্রী উম্মে কুলসুম গত সোমবার বাদি হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৮, তারিখ-২৬-০৯-১৬ ইং।
হত্যা মামলা দায়েরের তিন দিন পড় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৬ টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈইর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান জানান, উমর আলীর মা সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করার পড় বুধবার সকালে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।