খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজনে এবং ভোলাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক গণমাধ্যম কর্মীদের প্রেসব্রিফিং উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সরকারের বিভিন্ন কাজের সাফল্য অর্জনের বিষয় তুলে ধরেন। এ সময় তিনি বলেন, সরকারের সাফল্যের গুনগান করে শেষ হবে না। সরকার এমন সময় এসে সাধারণ মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাউল দিচ্ছেন। তিনি বলেন, দেশে আর সংকট নাই একটি মানুষও না খেয়ে থাকছে না। দেশ দ্রুত এগিয়ে গেছে এবং এগিয়ে যাচ্ছে। এ সফলতার সাথে সংবাদ কর্মীদের এক সাথে কাজ করে যাওয়ার আহবান জানান। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় সাংবাদিক তাজাম্মুল হক আরাফাত, গোলাম কবির, শরিফুল ইসলাম শরীফ, রবিউল ইসলাম, আব্দুল হামিদ, শাহ কবির, জামিল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।