খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০ বছরের পা দিলেন আজ। এমতাবস্থায় ৭০ বছরের মধ্যে ৩৫ বছর ধরে তিনি আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাই দলের নেতৃত্বেও দিক থেকে তিনি পিতা বঙ্গবন্ধুকেও ছাড়িয়ে গেছেন।
এমন প্রেক্ষাপটে ক্ষমতাসীন আ’লীগ তার দলীয় সভাপতি শেখ হাসিনাকে ঐক্যের প্রতীক মনে করেন এবং তার নেতৃত্বে দল অতীতের চেয়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বলে দাবিও করেন দলের অনেক নেতাকর্মী।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর আ’লীগের ক্রান্তিকালে বিদেশে থাকা অবস্থায় ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দলের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন।
বঙ্গবন্ধু হত্যার পর জেল-জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। আ’লীগের অভ্যন্তরীণ কোন্দলও প্রকট আকার ধারণ করে। দ্বিধা বিভক্ত হয়ে পড়ে দল। এই প্রেক্ষাপটে নির্বাসিত জীবনে ভারতে অবস্থানকালে দলের সভাপতির দায়িত্ব পান তিনি। ওই বছরের ১৭ মে তিনি দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নেন।
এরপর থেকে টানা ৩৫ বছর ধরে তিনি আ’লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় তিনি সাতবার দলের সভাপতি নির্বাচিত হয়েছেন।
দলের নেতৃত্বের দিক থেকে শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুকে বেশ আগেই ছাড়িয়ে গেছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম বঙ্গবন্ধু প্রতিষ্ঠাকালে দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৫৩ সালে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে টানা ১৩ বছর এ পদে দায়িত্ব পালন করে । ১৯৬৬ সালে সভাপতি নির্বাচিত হন।
তিনি ১৯৭৪ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। এ হিসেবে তিনি ২৫ বছর আ’লীগের নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু ৪ টার্মে ৮ বছর আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করলেও বঙ্গবন্ধু কন্যা ৭ টার্মে টানা ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন।