খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) মশাল প্রতীক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত কেন বে আইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন সচিব ও হাসানুল হক ইনুকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের করা রিট আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ড. শাহদীন মালিক ও অ্যাডভোকেট জহিরুল আলম বাবর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
এর আগে মশাল প্রতীক চেয়ে জাসদের দুটির অংশের আবেদনের পরিপ্রেক্ষিতে ইনু ও শিরিন আক্তারের নেতৃত্বাধীন জাসদকে মশাল প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন অপর পক্ষ শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন দলের নেতা নাজমুল হক প্রধান। কিন্তু রিভিউয়ের শুনানি ছাড়াই ইনুকে মশাল প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত বহাল রাখে কমিশন।
এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টে রিট দায়ের করেন নাজমুল হক প্রধান।
গত ১২ মার্চ জাতীয় সম্মেলনকে ঘিরে বিভক্ত হয় জাসদ। এর এক ভাগের নেতৃত্ব দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও অন্য ভাগের নেতৃত্বে আছেন শরীফ নুরুল আম্বিয়া। নিজেদের মূল জাসদ দাবি করে নিবন্ধন ও মশাল প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে দ্বারস্থ হয় দুই পক্ষই।দলের নেতৃত্বের দিক থেকে বঙ্গবন্ধুকেও ছাড়িয়ে গেছেন শেখ হাসিনা
খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০ বছরের পা দিলেন আজ। এমতাবস্থায় ৭০ বছরের মধ্যে ৩৫ বছর ধরে তিনি আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাই দলের নেতৃত্বেও দিক থেকে তিনি পিতা বঙ্গবন্ধুকেও ছাড়িয়ে গেছেন।
এমন প্রেক্ষাপটে ক্ষমতাসীন আ’লীগ তার দলীয় সভাপতি শেখ হাসিনাকে ঐক্যের প্রতীক মনে করেন এবং তার নেতৃত্বে দল অতীতের চেয়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বলে দাবিও করেন দলের অনেক নেতাকর্মী।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর আ’লীগের ক্রান্তিকালে বিদেশে থাকা অবস্থায় ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দলের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন।
বঙ্গবন্ধু হত্যার পর জেল-জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। আ’লীগের অভ্যন্তরীণ কোন্দলও প্রকট আকার ধারণ করে। দ্বিধা বিভক্ত হয়ে পড়ে দল। এই প্রেক্ষাপটে নির্বাসিত জীবনে ভারতে অবস্থানকালে দলের সভাপতির দায়িত্ব পান তিনি। ওই বছরের ১৭ মে তিনি দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নেন।
এরপর থেকে টানা ৩৫ বছর ধরে তিনি আ’লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় তিনি সাতবার দলের সভাপতি নির্বাচিত হয়েছেন।
দলের নেতৃত্বের দিক থেকে শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুকে বেশ আগেই ছাড়িয়ে গেছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম বঙ্গবন্ধু প্রতিষ্ঠাকালে দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৫৩ সালে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে টানা ১৩ বছর এ পদে দায়িত্ব পালন করে । ১৯৬৬ সালে সভাপতি নির্বাচিত হন।
তিনি ১৯৭৪ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। এ হিসেবে তিনি ২৫ বছর আ’লীগের নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু ৪ টার্মে ৮ বছর আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করলেও বঙ্গবন্ধু কন্যা ৭ টার্মে টানা ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন।