Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহর বাসায় যাবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকায় অবস্থিত বাসাটিতে যাবেন বিএনপির চেয়ারপারসন।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন “িার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাতে প্রয়াত হান্নান শাহর শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেবেন খালেদা জিয়া।
গতকাল মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের র‍্যাফেল হার্ট সেন্টারে হান্নান শাহ শেষনিশ্বাস ত্যাগ করেন। স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে তাঁর মৃত্যু হয়।
আ স ম হান্নান শাহর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেন।
গত ৬ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় ৭৭ বছর বয়সী হান্নান শাহকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।
ভর্তি হওয়ার দুদিন পর হান্নান শাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে ১০ সেপ্টেম্বর আবার তাঁর অবস্থার অবনতি ঘটে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর কথা বলেন চিকিৎসকরা।