খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: নওগাঁর সাপাহারে চার্জার ভ্যানের চাকার সাথে ওরনা পেচিয়ে পুস্প সাহা (১২) নামের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হরিপুর মোড়ের কাছে ঘটনাটি ঘটে। পুস্প সাহা তিলনা হিন্দু পাড়ার প্রদীপ সাহার মেয়ে ও তিলনা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুস্প সাহা তার বাবার সাথে উপজেলার তিলনা বাজার থেকে একটি চার্জার ভ্যান যোগে কেনাকাটার জন্য সাপাহার বাজারে আসছিল। পথি মধ্যে হরিপুর মোড়ের কাছে পৌছিলে অসাবধানতা বসত পুস্প’র ঘাড়ের ওরনা ওই চার্জার ভ্যানের চাকায় পেচিয়ে গলায় ফাঁস লেগে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক পুস্প কে উদ্ধার করে সাপাহার সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত্যু বলে ঘোষনা করে। পুস্প সাহার মৃত্যু ও তার পরিবারের আহাজারিতে তিলনা হিন্দু পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।