Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

62kখোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: নাশকতার চারটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজিরা দিয়েছেন।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে বিএনপি নেতা স্বশরীরে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন।
এসব মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজন নেতাকর্মী।
ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ জানান, রাজধানীর শেরে বাংলানগর থানার দুটি, সূত্রাপুর ও রমনার আরো দুটি মামলাসহ চারটি মামলায় ফখরুলসহ আসামিরা হাজিরা দিয়েছেন। এসব মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল।
ফখরুলসহ আসামিদের পক্ষে আদালতে অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সূত্রাপুর থানার মামলায় আগামী ৩০ অক্টোবর, শেরে বাংলানগর থানার একটি মামলায় চলতি বছর ২৬ নভেম্বর ও আরেক মামলায় আগামী বছরের ১ মার্চ, এবং রমনা থানার নাশকতার মামলায় আগামী বছরের ১৬ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন।
আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন আরো জানান, এসব মামলায় ফখরুল জামিনে রয়েছেন। গত বছরের প্রথম দিকে মামলাগুলো থানায় দায়ের করা হয়। পরবর্তী সময়ে পুলিশ তদন্ত করে চলতি বছরে মামলাগুলোর অভিযোগপত্র দাখিল করে।