Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
imagesখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬:সন্ধ্যার পরপরই ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি খবর পাওয়া গেছে। কাশ্মীরের পুঞ্চ এলাকার লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় দু’পক্ষ মর্টারের গোলা ও গুলিবিনিময় করে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় পুঞ্চের সাউজিয়ান সেক্টরে প্রায় ৮ মিনিট ধরে এ গোলাগুলি চলে। তবে এতে কারো হতাহত’র খবর পাওয়া যায়নি। একজন কর্মকর্তার বরাত দিয়ে কাশ্মীরের একটি সংবাদমাধ্যম এ তথ্য জানায়।কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে গত ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর থেকেই নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্কে উত্তেজনা এখন চরমে। ভারত-পাকিস্তান দু’পক্ষই সীমান্তে তাদের সেনা মোতায়েন ও তৎপরতা বাড়িয়েছে।