খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা জঙ্গিদের অর্থ দিয়ে সাহায্য করেছে, তাদের পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচার হবে। বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় বুধবার ৭০তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিদের মদদ দেওয়া, খুন করা, মানুষ পোড়ানো, যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা-এসব অপরাধে যারা অপরাধী, তাদেরও বিচার ইনশাল্লাহ বাংলাদেশে আমরা করব।
দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রবাসীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা জানান।
তিনি বলেন, আমরা শিক্ষক, মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের, তাদের যারা ধর্মীয় শিক্ষাগুরু, আমাদের অভিভাবক, সব শ্রেণি-পেশার মানুষ, আমাদের নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন দলের নেতাকর্মী আমরা সবাইকে নিয়ে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসহ প্রত্যেকে, সবাই মিলে কিন্তু এক হয়ে জঙ্গিবাদবিরোধী ভূমিকা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
জন্মদিন উপলক্ষে নিজের জীবনসংগ্রাম নিয়ে রচিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।