Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : আগামী অক্টোবর মাসে ভারতে ভ্রমণের জন্য নারী ভ্রমণকারীদের কোনো এ্যাপয়েন্টমেন্ট দরকার নেই বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষামূলকভাবে ভারতীয় হাইকমিমন ই-টোকেন বা পূর্ব-সাক্ষাৎকারের তারিখ ছাড়া ভারত ভ্রমণে সক্ষম নারীদের জন্য ভারতীয় ভিসা প্রদানের স্কিম প্রবর্তন করবে।
এটি ছুটির মওসুমে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছার নিদর্শন।
এই পাইলট স্কিমটি শুধু ৩ থেকে ১৩ অক্টোবর ২০১৬ পর্যন্ত ভিসা আবেদন কেন্দ্রে চলবে, যার ঠিকানা- বাড়ি ১২, সড়ক ১৩৭,গুলশান-১, ঢাকা-১২১২।
ভারতে গমনেচ্ছু নারীরা তাদের সঙ্গী পারিবারিক সদস্যদের পক্ষে ভ্রমণ ভিসা আবেদনও জমা দিতে পারবেন।
আবেদনের সময় নারী আবেদনকারী এবং ভিসাপ্রার্থী তাদের পরিবারবর্গের নিশ্চিত বিমান টিকেট থাকতে হবে (প্রবেশের সময় দেখাতে হবে)।
ভ্রমণের তারিখ অক্টোবর মাসেই এবং তা ভিসা আবেদন জমাদানের ৭ দিন পর হতে হবে।