Wed. Oct 22nd, 2025
Advertisements

9kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘পূজা, আশুরা ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
বৃহস্পতিবার সকালে মহানগরীর মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই সব এলাকায় নিরাপত্তা দিতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তিনি বলেন, এদের মধ্যে রয়েছে পুলিশ, গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ, আনসার সদস্য, র‌্যাব ও ডগ স্কোয়াড।