খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : দীর্ঘদিন দলের বাইরে থাকার পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে ফিরেছিলেন পেসার রুবেল হোসেন। তাঁকে নিয়ে আশার সঞ্চার হয়েছিল। তবে সিরিজের প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেননি। দুই ম্যাচে তাঁর ঝুলিতে পড়েছে একটি উইকেটে। আর এ জন্যই তৃতীয় ম্যাচের ১৪ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। ওই ম্যাচে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন স্পিনার মোশাররফ হোসেন রুবেল।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ স্লো। এখানে স্পিনাররাই কার্যকরী ভূমিকা পালন করছেন। স্পিনার রুবেলকে নেওয়ার ক্ষেত্রে সে বিষয়টিই বিবেচনা করা হয়েছে।
তিন বছর আগে জাতীয় দলে ডাক পেয়েছিলেন মোশাররফ রুবেল। তবে স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ২০০৮ সালে।
পয়লা অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। এ ম্যাচে বাংলাদেশ দলে থাকছেন—তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোশাররফ হোসেন রুবেল ও তাইজুল ইসলাম।
প্রথম দুই ম্যাচের প্রথমটিতে বাংলাদেশ জয়ী হয়। দ্বিতীয় ম্যাচে প্রাণপণ লড়েও ম্যাচ রক্ষা হয়নি। ফলে ১-১-এ সমতা ফিরেছে সিরিজে।