খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসিল্যান্ড মোঃ আবু রায়হান, ঝিনাইগাতী থানার এসআই সারোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, মুক্তিযোদ্ধো কমান্ডার ফকির আব্দুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, নকশি বিজিবি ক্যাম্প সুবেদার মোঃ নাজিমদ্দিন, শফিউদ্দিন কলেজের অধ্যাপক আবুল হাশেম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা লুৎফর রহমান, রাংটিয়া রেঞ্জ বিট অফিসার মোঃ মেজাউল ইসলাম, আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম বাচ্চু, ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, উপজেলা প্রাঃ শিঃ অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, রেজোলেশন রিপোর্টিং করেন মোঃ বেলায়েত হোসেন, সমবায় অফিসার, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি এম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী টিুট প্রমুখ। উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক ভালো, হাসপাতালের ডাক্তার সংকট এবং সরকারী হাসপাতালের ঔষধ বাহিরে আর বিক্রি হয় না। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা বলেন, বর্তমান আইন শৃঙ্খলা ভালো, শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝিনাইগাতী থানার এসআই সারোয়ার হোসেন বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত পুলিশ ফোর্স না থাকলেও পুলিশ, আনসার ও ভিডিপি নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে। এছাড়াও তিনি সমাজের সর্বস্তরের সচেতন মহলের সহযোগীতা কাম্য করেন।