Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : ৭০ পাউন্ড ওজনের কেক কেটে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জন্মদিন পালন করেছেন সুনামগঞ্জ জেলা যুবলীগ ও সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা ও সদর উপজেলা যুবলীগের উদ্যোগে শহরের হাছন নগরস্থ সরকারী শিশু পরিবার(এতিমাখানার) শতাধিক এতিম শিশু নিয়ে কেক কাটেন সুনামগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারী শিশু পরিবার(বালিকা) এতিম খানার উপ-তত্বাবধায় মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,সবুজ কান্তি দাস মোঃ লতিফুর রহমান রাজু,সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ শাহাব উদ্দিন,সিনিয়র যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জল,সদস্য মোঃ আরজু বারী,পৌর যুবলীগের আহবায়ক ও কাউন্সিলর মোঃ আবাবিল নুর,যুগ্ম আহবায়ক দীপ্ত তালুকদার টিটু,যুগ্ম আহবায়ক দেবাশীষ দাস গুপ্ত, জেবুল আহমেদ,সদস্য মোঃ গিয়াস উদ্দিন,সৈয়দ ইমন,সুমন সরকার,জেলা ছাত্রলীগ নেতা দীপংঙ্কর কান্তি দে, লিকন আহমেদ,জগৎজ্যোতি রায় জয় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ বলেছেন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রিয় সফরে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘে গিয়ে যে সম্মাননা অর্জন করেছেন তা জাতির জন্য অত্যন্ত সম্মানের। দেশ যেভাবে বিশ্বে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে যেখানে সাড়া বিশ্বের দেশগুলো শেখ হাসিনার সরকারের ভূয়শি প্রশংসায় মাতুম । ঠিক তখনই বিএনপি স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের জামায়াতকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে ঢাকার হলি আর্টিজেন ও দেশের বৃহত্তম কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামায়াতে জঙ্গী হামলার মতো ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জন্মদিনে উপস্থিত সকলসহ জেলার সর্বস্থরের জনসাধারনকে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করেন। তিনি শেখ হাসিনার নেতৃত্বে দেশের সমগ্র উন্নয়নের ধারা আরো সুদূও প্রসামীত করতে দেশবাসীকে আওয়ামীলীগের পাশে থেকে সহযোগিতার আহবান জানান। পরে শেখ হাসিনার জন্মদিনে তার দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং ৭০ পাউন্ডের কেক ও মিষ্টি এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।