খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন হাটবাজার সহ ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়ন ও চিলাহাটির বিভিন্ন হাটবাজারে নকল প্রসাধনির ব্যবসা জমজমাটভাবে চলছে। দেশী বিদেশী বড় বড় কম্পানীর হুবহু নকল লেবেল ছাপিয়ে সেই লেবেল নকল প্রসাধনির গায়ে লাগিয়ে বাজার জাত করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। সল্প মূল্যের এই নকল প্রসাধনী গ্রাম গঞ্জের মানুষ অল্প দামে পেয়ে তারা তাদের পরিবারের ছেলে মেয়েদের ব্যবহারের জন্য খরিদ করে নিয়ে যাচ্ছে। আর এই নকল প্রসাধনী ব্যবহার করে অনেকেই মুখমন্ডলসহ দেহের বিভিন স্থানে চর্মরোগ দেখা দিয়েছে।
জানা গেছে, ডোমার উপজেলার বিভিন্ন হাটবাজার সহ ভোগডাবুড়ী, কেতকীবাড়ী ও চিলাহাটির বিভিন্ন হাটবাজারের প্রতিটি কসমেটিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই নকল তেল, স্নো, পাউডার, লোশন, লিবিষ্টিক, বেবী লোশন ফেস ওয়াশ, সাবান, শ্যাম্পু, হেয়ার কালারসহ অসংখ্য নকল প্রসাধনীর ব্যবসা বর্তমানে জমজমাটভাবে চলছে। বিশেষ করে বাংলাদেশের কহিনুর কেমিকেল কোম্পনী, লিভার ব্রাদার্স, স্কয়ার, মেরীকো সহ অসংখ্য কম্পানীর হুবহু লেভেল ছাপিয়ে নকল প্রসাধনীর গায়ে লাগিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অপর দিকে ভারতের ইউনিলিভার কোম্পানীর লেভেল একই কায়দায় লাগিয়ে এই অসাধু ব্যবসায়ীরা প্রসাশনের ছত্র ছায়ায় থেকে তাদের ব্যবসা গ্রামগঞ্জ চালাচ্ছে। এতে করে বাংলাদেশের পণ্য বাজারজাত করতে হিমসিম খাচ্ছে ব্যবসায়ীরা।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, এই নকল প্রসাধনীর তৈরীর কারখানা হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। আমরা সেখান থেকেইে এই মালামালগুলো নিয়ে এসে বিক্রি করছি। এক হাজার টাকার এই নকল প্রসাধনী বিক্রি করলে লাভ হয় চার থেকে পাঁচশত টাকা। প্রকৃত কম্পানীর এক হাজার টাকার প্রসাধনী বিক্রি করলে লাভ হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা। সেই কারণে গ্রাম অঞ্চলের ব্যবসায়ীরা বেশী লাভের আশায় এই ব্যবসা করছে এবং প্রসাশনকে ম্যানেজ করেই নকল প্রসাধনী কম্পানীর মালিকরা তাদের ব্যবসা চালাচ্ছে। এতে আমাদের করা কিছুই নেই। অভিজ্ঞ মহলের প্রশ্ন বাংলাদেশের যে সমস্ত বড় বড় কম্পানী রয়েছে তারা সরকারকে রাজস্ব দিয়েই ব্যবসা করছে। অথচ এই নকল প্রসাধনী ব্যবসায়ীরা তারা স্থানীয় প্রসাশনকে ম্যানেজ করেই অবৈধ পথে কিভাবে ব্যবসা চালাচ্ছে? তাহলে কি আমরা ভাবব দেশে কোন আইনের সু-শাসন নেই।