Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের শেষ মুহূর্তে গত ২৮ সেপ্টেম্বর ভার্জিনিয়ার টাইসন কর্নারে রিজ কর্টন হোটেলের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি, গ্রেটার ওয়াশিংটন বিএনপি এবং সেভ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভের ফলে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার আগমন থেকে প্রত্যাবর্তন পর্যন্ত প্রায় সকল অনুষ্ঠান যুক্তরাষ্ট্র বিএনপি, গ্রেটার ওয়াশিংটন বিএনপি, ফোরাম ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংগঠনের যৌথ প্রতিবাদ-বিক্ষোভের মুখোমুখী হয়। বিক্ষোভ সমাবেশ থেকে ‘ডাউন, ডাউন হাসিনা ডাউন’, ‘গো ব্যাক হাসিনা’, ‘উই ওয়ান্ট ডেমোক্রেসি’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ মুহুর্মুহু শ্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে বিক্ষোভকারীরা।

তুমুল বৃষ্টির মাঝে রিজ কর্টন হোটেলের সামনে রাস্তার এক পাশে বিক্ষোভকারীদের উপস্থিতি এবং আওয়ামী লীগের উপস্থিতি। বিক্ষোভের তীব্রতার কারণে পুলিশ রাস্তার মাঝামাঝি অবস্থান নেয়। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলে।

বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু এবং ফোরাম ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশের-এর মাহমুদুল কাদের তোফাদার-এর নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব লিয়াকত আলী খান, শামসুদ্দিন মাহমুদ, এজেএম হোসাইন, মিয়া মজনু, কাজী এম রহমান, তৌহিদুল ইসলাম তুহিন, মোহাম্মদ হোসাইন, নাজমুল হক, খায়রুল আলম দোলন, আব্দুল আউয়াল, রেজোয়ান আহমেদ, নূরুল ইসলাম, শামিম আহমেদ, জহুরুল ইসলাম, আব্দুল ওহাব, শাহ আলম শাওন, সাঈদ আহমেদ প্রমুখ।

ইতিপূর্বে ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ২-৫ পর্যন্ত গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপির পক্ষ থেকে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন, গুম, হত্যা বন্ধ, জিয়া পরিবার সহ সকল বিরোধী দলের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মুহুর্মুহু শ্লোগান দেয়ার মাধ্যমে বিক্ষোভ প্রদার্শন করে।

বিক্ষোভ শেষে এম্বেসী কর্মকর্তাদের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মরকলিপি হস্তান্তর করে দূতাবাসে। ।

উক্ত বিক্ষোভ সমাবেশ সাবির্ক ভাবে সমন্বয় করে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু। অন্যান্য নেতা-কর্মীদের মাঝে উপস্থিত ছিলেন, গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আনোয়ার জাহাঙ্গীর, সহ-সভাপতি সৈয়দ বাহারুজ্জামান, মোহাম্মদ নিজাম আহমেদ, ইকবাল চৌধুরী, কাইয়ুম চৌধুরী, মোহাম্মদ মুসা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, সাহিদ খান চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক- শরিফুল ইসলাম পাটোয়ারী মানিক, মাহবুব হোসেন, আওলাদ হোসেন মামুন, জাকির আলম জসীম, তরিকুল ইসলাম পাটোয়ারি বাবু, মোহাম্মদ তাজউদ্দিন, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন ভুইয়া, মাহফুজ মোল্লা, মোহাম্মদ বাসেত মোল্লা, প্রচার সম্পাদক- মোহাম্মদ রাজু আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক- ইমতিয়াজ উদ্দিন, মহিলা সম্পাদিকা- ফাতেমা জোহরা, মোহাম্মদ ওপু, মোহাম্মদ সরকার, সাবিত আহমেদ, মোহাম্মদ আলম, রাজু আহমেদ, মাহবুব আলম, বুলবুল আলম, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ এ আলমগীর, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ মনি, মোহাম্মদ শফি, মোহাম্মদ মাহবুব প্রমুখ।