খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ১১ টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) জাতীয় সংগীত গেয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনের উদ্বোধন ঘোষনা করে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি কমরেড মঞ্জুরুল আহসান খান।
সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরয়িার মো.ফিরোজ, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারন সম্পাদক রহমান মিজান ও যুগ্ম সম্পাদক এনাম আহমদ প্রমুখ। আলোচনা শেষে গনসংগীত পরিবেশন করে জেলা উদিচি শিল্পীগোষ্ঠি। এরপর শহরে রর্ণাঢ্য একটি র্যালী বের করা হয়।
সম্মেলনের ২য় পর্বে বিকেলে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে কাউন্সিলের মাধ্যমে জেলা সিপিবির কমিটি ঘোষণা করা হবে।