Sat. Oct 25th, 2025
Advertisements

18kখোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক এমপি হাছান উদ্দিন সরকার, দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ। তিনি হৃদরোগে ভুগছিলেন।