Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : সুস্থ্য হার্ট, প্রাণবন্ত জীবন”- শীর্ষক শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এর উদ্যোগে বৃহষ্পতিবার বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধু কলেজ সংলগ্ন হার্ট ফাউন্ডেশন কার্যালয় থেকে সরিষাবাড়ী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান তালুকদার জাহাঙ্গীর ও অর্থ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হার্ট ফাউন্ডেশন কার্যালয়ে এসে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালীটির সার্বিক সহযোগীতা করেন সরিষাবাড়ী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএসএমএমইউ,ঢাকা এর হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. ফজলুর রহমান।

পরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্যালয়ের চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সরিষাবাড়ী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান তালুকদার জাহাঙ্গীর, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ও হার্ট ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক হযরত আলী, আলহাজ মতিয়ার রহমান, বাবু শংকর লাল রায়, গোলাম আব্বাস মৃদুল, শিক্ষক ফরিদুল ইসলাম, অধ্যাপক আবুতাহা মিয়া তাপস, প্রমূখ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।