খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : অনেকটা নিরবে নিভৃতেই চলে গেলেন ৭০ ও ৮০ দশকের নন্দিত নজরুল সংগীতশিল্পী সালমা সুলতানা। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)।
শিল্পীর ছোট ভাই সংগীত পরিচালক শওকত আলী ইমন এ খবরটি নিশ্চিত করেছেন। শওকত আলী ইমন বলেন, ‘কিডনিতে সমস্যার কারণে আপা অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। প্রায় ২১ বছর আগে তার কিডনি ট্র্যান্সপ্লান্ট করা হয়েছে। মূলত সেই সমস্যাটি গত ছয় মাস ধরে প্রকট আকার ধারণ করেছে। আমি সবার কাছে উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চাইছি।’
সালমা সুলতানার মেয়ে কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন জানান, কাল বনানী কবরস্থানে শিল্পীকে দাফন করা হবে। প্রসঙ্গত, সালমা সুলতানা সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রথম স্ত্রী এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আবিদা সুলতানার ছোট বোন।