খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : জামালপুরের মেলান্দহ পৌরসভার শাহজাদপুর খানপাড়া গ্রামের সত্তোর বছরের বৃদ্ধা আনোয়ারা বেওয়া তার দুইজন প্রতিবন্ধি কন্যাকে নিয়ে আগের মতো আর টানতে পারছেন সংসারের ঘানি। তার স্বামী প্রয়াত আজিম উদ্দিন খাঁ আজ থেকে ১৫ বছর আগে ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি তার বৃদ্ধা স্ত্রী আনোয়ারার কাছেই রেখে গেছেন লতিফা (২৫) এবং লিমা (১৬) নামের দুইজন প্রতিবন্ধি কন্যাকে। এরপর থেকে দুইজন প্রতিবন্ধি কন্যা ও পালের দু’টি ছাগল নিয়েই শুরু হয় আনোয়ারা’র পথচলা।
প্রয়াত আজিম উদ্দিন খাঁ মৃত্যুর পর থেকে আনোয়ারা বেওয়া তার দুইজন প্রতিবন্ধি কন্যা ও নিজের জীবন বাঁচানোর সংগ্রামে সকাল থেকে সন্ধা পর্যন্ত রোদ বৃষ্টি মাথায় করে পালের ছাগল চড়াতে মাঠে থাকেন। সেই থেকে পালের ছাগল বিক্রির টাকায় ১৫ বছর ধরে অতি কষ্টেই চলছে তাদের জীবন সংসার। এখন অবশ্য তাদের ছোট-বড় সাতটি ছাগল হয়েছে। তবুও আগের মতো আর সংসারের ঘানি টানতে পারছে না বয়সের ভারে ন্যুজ আনোয়ারা বেওয়া। অবশ্য তাদের সংসারের অভাব অনটন দুর করতে কয়েক বছর আগে মেলান্দহের সাবেক স্থানীয় কাউন্সিলর আনোয়ারাকে একটি বয়স্কভাতা কার্ড দিয়েছেন। তবে প্রতিবন্ধি লতিফা এবং লিমার ভাগ্যে আজও জুটেনি সরকারী কোন সুযোগ সুবিধা। তারা বিগত কোন ঈদের আগে একবারও পায়নি ভিজিএফ কার্ডের চাল। এমনকি সম্প্রতি জামালপুরে চলমান ক্ষুধামুক্ত দেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত দশ টাকা কেজি দরের চালও জুটেনি তাদের কপালে। বৃহস্পতিবার দুপুরে টুপকারচর এলাকায় এ প্রতিনিধির কাছে এমনটি জানিয়েছেন দুইজন প্রতিবন্ধি কন্যার মা বৃদ্ধা আনোয়ারা বেওয়া।
মেলান্দহের ইউএনও জন কেনেডি জাম্বিল বার্তা সংস্থা এনবিএসকে জানান, এব্যাপারে সরেজমিনে খোঁজ খবর নিয়ে অসহায় প্রতিবন্ধি পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।