খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : শেরপুর জেলা কারাগার প্রাঙ্গণে অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষ হয়েছে। এতে দুই কারারক্ষীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন কারারক্ষী মো. সেলিম (৩০) ও মো. জাফর (৩০) এবং শেরপুর পৌর শহরের নওহাটা এলাকার বাসিন্দা মো. বিশু মিয়া (৫০)। এঁদের সবাইকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিশু মিয়াকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে জেলা কারাগার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পুলিশ, কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে নওহাটা এলাকার ৮-১০ জন এলাকাবাসী কারাবিধি ভঙ্গ করে একজন আসামির সঙ্গে দেখা করার জন্য জেলা সদরের দমদমা কালিগঞ্জ এলাকায় অবস্থিত জেলা কারাগারের প্রবেশ ফটকে আসেন। এ সময় কর্তব্যরত কারারক্ষীরা তাঁদের বাধা দেন এবং কারাগার এলাকা থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানান। কিন্তু তাঁরা তা অমান্য করে কারাগারের ভেতরে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় কারারক্ষী ও এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কারারক্ষী সেলিম ও জাফর এবং এলাকাবাসী বিশু মিয়া আহত হন।
সংবাদ পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।
এ ঘটনার ব্যাপারে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে সদর থানায় ৭ জনকে এজাহারনামীয় এবং ১০/ ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে শেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিশু মিয়াকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।