Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61kখোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শার্শা থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, এলাকার উন্নয়ন সহ দেশ ও জাতির কল্যানে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। স্বেচ্ছা সেবক লীগের কমিদেরকে আন্তরিক হয়ে কাজ করে দলকে এগিয়ে নিতে হবে। আগামী দিনে শার্শা বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মিরা জোরালো কর্মকান্ড পরিচালনা করবে। স্বেচ্ছা সেবকলীগকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। শুক্রবার বিকালে বেনাপোল বড়আচড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জুলফিক্কার আলী মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান সিরাজুর হক মজ্ঞু, সাধারন সম্পাদক আলহাজ্জ নুরুজামান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অহিদুজামান অহিদ, কৃষকলীগ নেতা ইদ্রিস আলী। চেয়ারম্যান সোয়ারাব হোসেন, আয়নাল হক, ইলিয়াজ কবির বকুল, হোসেন আলী, আওয়ামী লীগ নেতা আলী কদর সাগর, আরিফুজামান ভাদু, মনিরুজামান ঘেনা, আব্দুল হামিদ, সুলতান আহম্মেদ বাবু প্রমুখ উপস্তিত ছিলেন। সভায় ফিরোজ হোসেনকে সভাপতি, ফয়সাল আহম্মেদ উজ্জলকে সাধারন সম্পাদক ও আরমান হোসেনকে সাংহঠনিক করে তিন বছর মেয়াদি একটি কমিটি ঘোষনা করা হয়েছে।