খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিজাম নামে এক জলদস্যু নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার বিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম নোয়াখালী জেলার চরজব্বর এলাকার বাসিন্দা আবদুল সালামের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, অপহরণসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রামগতি থানার ওসি ইকবাল হোসেন জানান, শুক্রবার রাতে উপজেলার বোয়ারছোর এলাকায় অভিযান চালিয়ে জলদস্যু নিজামকে আটক করে থানায় আনা হয়। পরে তার দেয়া তথ্যমতে অন্য সহযোগীদের গ্রেফতার করতে গেলে পুলিশ ও জলদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন নিজাম। এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।
এ ঘটনায় এসআই হুমায়ুন, কনস্টেবল মুসা ও নুরুদ্দিন আহত হয়েছেন বলে দবি করেছেন তিনি।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের লাশ জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।