Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ :  কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে গুলিবিনিমিয়ের ঘটনা ঘটেছে।
শনিবার ভোরে কাশ্মীরের ভিমবার সেক্টরে গুলিবিনিময় হয় বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আএসপিআরের এক বিবৃতি জানানো হয়েছে। খবর ডন অনলাইনের।
বিবৃতিতে দাবি করা হয়, ভারতীয় বাহিনী বিনা উস্কানিতে গুলি বর্ষণ করলে পাকিস্তানী সেনারা পাল্টা জবাব দেয়। দুই পক্ষের মধ্যে রাত চারটা থেকে সকাল আটটা পর্যন্ত গুলি বিনিময় হয়।
তবে গুলিবিনিময়ের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা উল্লেখ করা হয়নি আইএসপিআরের বিবৃতিতে।
বুধবার রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল হামলা চালানোর দুদিনের মাথায় দুই দেশের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটলো।
ভারতের দাবি বুধবার রাতের হামলায় দুই পাকিস্তানি সেনাসহ অন্ততঃ ৪০ জন জঙ্গি নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, একজন ভারতীয় সেনা জীবিত আটকসহ বেশ কয়েক জন নিহত হয়েছে। তবে পাকিস্তানের এ দাবি অস্বীকার করছে ভারত।