খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাসের ব্যবহার কমিয়ে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আর সে কারণেই পেট্রল ও অকটেনের দাম কমানো হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর নটর ডেম কলেজে নটর ডেম বিজনেস ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
একই সঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তেলের দাম কয়েক ধাপে কমানোর বিষয়েও সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আর সে কারণে পরিবহনের ভাড়া কমানোর জন্যও পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
নসরুল হামিদ বলেন, ‘প্রথমত আমরা গ্যাসের ব্যবহারটা কমিয়ে আনতে চাই। দ্বিতীয় কথা হলো, তেল ও অকটেন যেটা আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, অতিরিক্ত মজুদ হয়ে যাচ্ছে, সেটার ব্যবহারটা আমরা বাড়াতে চাই। আমরা চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আমাদের এর আগেও বলেছেন, আমরা কয়েক ধাপে কমাব। সেই ধাপটির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’