খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলম (৩৮)কে হত্যার দায়ে অভিযুক্ত কাজলকে আটক করেছে জনতা। ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টার দিকে সুনাই নদীর উপর নির্মানাধীন ব্রীজের কাছ থেকে আতুয়া ও পার্শ্ববর্তী উপজেলা সারপার, নয়াগ্রাম এলাকার মানুষের আন্তরিক সহযোগিতায় তাকে আটক করা হয়। ইউপি চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন এ তথ্য নিশ্চিত করেন। নয়াগ্রাম বিজিবি ক্যাম্পে ঘাতক কাজলকে নিয়ে আসাল হলে সেখানে উত্তেজিত জনতা ভিড় জমান। পরে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একদল পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজলকে পুলিশ হেফাজতে নিয়ে আসেন।
উলে¬খ্য, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন আলম (৩৮) খুন হয়েছিলেন। একটি জানাজার নামাজে যোগ দিতে বাড়ি থেকে বের হলে সায়পুর গ্রামের কাজল মিয়া তার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আবুল হোসেন আলমকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল হোসেন আলম শাহবাজপুর ইউনিয়নের শায়পুর গ্রামের খলিলুর রহমানের পুত্র। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের দু’বারের নির্বাচিত ইউপি সদস্য। এছাড়াও তিনি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।