খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে আধিপত্য বিস্তার, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার ভোরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,রফিনগর গ্রামের মোঃ শাহিদ আলী ও একই গ্রামের আলী আকবরের মধ্যে আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে পূর্ববিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়ান্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে ৮/৯ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সংঘর্ষ চলে প্রায় ৩ ঘন্টা। এ সময় উভয়পক্ষের ৫০জন আহত হন। এদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে আনা হলে কর্তব্যরত ডাক্তার ৪০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা হলেন, রফিনগর গ্রামের রঞ্জু মিয়া (৭০), মোঃ আব্দুল হক(৪৫), রাজিব মিয়া(৩০), সাফাতুন নেছা (৪৫) মাসুদুর রহমান(৩৩), সাকিব মিয়া(১৫), আকাশ মিয়া (১৮) ও মুক্তার হোসেন (৩৫) প্রমুখ। তাৎক্ষনিকবাকী আহতদেও নামও পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল জলিল ঘটার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে।