খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : নগরীর দর্শনা এলাকায় এক মুদি দোকান্দার কে ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে আপন ছোট ভাই। রংপুর মহানগরীর দর্শনা আরাজি ধর্মদাস পানবাড়ী গ্রামের এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০ দিকে। পাশাপাশি দুই ভাইয়ের মুদি দোকান দুইটিতে সারাক্ষন ক্রামবোর্ড ও ক্যাসেট বাজানে হয়। বড় ভাই ছোট ভাইকে জোরে সাউন্ড দিয়ে ক্যাসেট বাজানোর নিষেধ করেন। ছোট ভাই নিষেধ না শুনে জোরে সাউন্ড দিয়ে ক্যাসেট বাজানোর ওই ঘটনায় ছোট ভাই আমজাদের শালক শাহিনুর ইসলাম ছুরি দিয়ে কুপিয়ে আহত করে রিয়াজুল ইসলামকে। পওে রিয়াজুল ইসলামকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোর মারা যান তিনি। এ ঘটনায় পিয়ারী ও আনোয়ারা বেগম নামে দুই জন মহিলাকে আটক করে পুলিশ।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, এঘনায় কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।