খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : বয়স বৈষম্য নিরসন করুন, এই শ্লোগান নিয়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা আর্ন্তজাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। আজ ১ অক্টোবর দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহনে এক বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করে ডা: এ,কে,এম জিল্লুল হক,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আমির আজম খান,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তাকিম প্রমুখ।